Spread the love


চাকার ওপর মাটি রেখে
বৃদ্ধ কুমোর গড়ছে
সকল আংগুল পিছলে গিয়ে
মাটি রূপ নিচ্ছে
মাটির সাথে আঙ্গুলের
অনবরত খেলা চলছে
কখনো কোনও আকৃতি কখনো
কোমরের চোখে মুখে সন্তুষ্টি
আঙ্গুলগুলো মগ্ন
রুক্ষ হাতের তালু
গভীর হাতের রেখা
যেখানে আছে মাটি লেগে
প্রতি বাসনের পাত্রে
ফুটে উঠছে কুমোরের চিত্র
নাকি হাতের রেখা চিত্র
নিজের জায়গা খুঁজে
মাটির সঙ্গে একাকার
হয়ে যাচ্ছে।

 

  • मूल कविता – कुम्हार, कवयित्री – माला वर्मा

अनुवादक – शिलाजीत साह ( वेस्ट बंगाल )

One thought on “কুমোর”

Leave a Reply

Your email address will not be published.

satta king gali