চাকার ওপর মাটি রেখে
বৃদ্ধ কুমোর গড়ছে
সকল আংগুল পিছলে গিয়ে
মাটি রূপ নিচ্ছে
মাটির সাথে আঙ্গুলের
অনবরত খেলা চলছে
কখনো কোনও আকৃতি কখনো
কোমরের চোখে মুখে সন্তুষ্টি
আঙ্গুলগুলো মগ্ন
রুক্ষ হাতের তালু
গভীর হাতের রেখা
যেখানে আছে মাটি লেগে
প্রতি বাসনের পাত্রে
ফুটে উঠছে কুমোরের চিত্র
নাকি হাতের রেখা চিত্র
নিজের জায়গা খুঁজে
মাটির সঙ্গে একাকার
হয়ে যাচ্ছে।
- मूल कविता – कुम्हार, कवयित्री – माला वर्मा
अनुवादक – शिलाजीत साह ( वेस्ट बंगाल )
बांग्ला में अच्छी रचना है